bg_image

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه، أما بعد :
সকল প্রশংসা আল্লাহর, যিনি ব্যবসাকে করেছেন বান্দার এবাদতের অংশ বিশেষ এবং হাজারো দরুদ ও সালাম প্রেরণ করছি রাসূল (সঃ) ও তাঁর পরিবার পরিজনের উপর। যিনি বলেন, “সত্যবাদী ব্যবসায়ীগণ কেয়ামতের দিন নবী, ছিদ্দীক ও শহীদগণের সাথে একত্রিত হবেন”।    সাধারণত সত্যনিষ্ঠ্য ব্যবসায়ীগণ দুই ধরনের লাভ অর্জন করে থাকে।
এক. দুনিয়ার লাভ। দুনিয়ায় ব্যবসার মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে সুন্দর জীবন-যাপন করার সুযোগ পাওয়া যায়। দুনিয়ার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। আল্লাহতায়ালা বলেন,“তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা” (সুরা:কাহাফ ৪৬)          
দুই. আখিরাতের লাভ। ব্যবসা আল্লাহর রাস্তায় আত্মসর্মপণের অন্যতম উপায়। তাকওয়া অনুশীলনের শক্তিশালী মাধ্যম। হালাল-হারাম মেনে ব্যবসা করা, সুদ, প্রতারণা ইত্যাদি থেকে বিরত থেকে ব্যবসা করা সবচেয়ে বড় তাকওয়ার অনুশীলন। সালাতের আজান দেয়ার সাথে সাথে ব্যবসা-বানিজ্য ছেড়ে মসজিদে গমন আখিরাতের পুন্য হাসিলের মাধ্যম। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, “সেই সব লোক, যাদের ব্যবসা-বানিজ্য এবং ক্রয়-বিক্রয় কোনটিই আল্লাহর স্মরণ থেকে এবং নামায কায়েম ও যাকাত প্রদান থেকে বিরত রাখেনা, তারা ভয় করে সেদিনকে যেদিন অনেক অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। যাতে তারা যে উত্তম কাজ করে তার জন্য আল্লাহ তাদেরকে পুরষ্কার দেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের বেশি দেন। আর আল্লাহ যাকে ইচ্ছে অপরিমিত জীবিকা দান করেন।” (সূরা : নূর, ৩৭-৩৮)
হযরত সাহল ইবনে আব্দুল্লাহ  (রাঃ) বলেন, মুক্তি বা পরিত্রাণ লাভ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। ১. হালাল খাওয়া ২. ফরয আদায় করা ৩. রাসূল (সাঃ)-এর সুন্নাত সমূহের আনুগত্য ও অনুসরণ করা ।
তাই পরিশেষে, আল্লাহর নিকট নিবেদন যে, এই হালাল ইনভেস্টমেন্ট বাংলাদেশ এর উদ্ভাবক, মধ্যমনি, জনাব মাসউদ রানা ভাইয়ের জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করছি যে, যাতে তিনি সঠিক পদ্ধতিতে ইসলামী রীতি-নীতি মেনে এই নতুন উদ্ভাবন হালাল ইনভেস্টমেন্ট বাংলাদেশ পরিচালনা করতে আল্লাহ তার সহায়ক হোন।
সবচেয়ে আনন্দের বিষয় এই যে, প্রতিষ্ঠানটি আমাদের চট্টগ্রামের সুনামধন্য কয়েকজন মুফতি ও মুহাদ্দিস আইম্মায়েকেরামের তত্তাবধানে শরীয়াহ্ সম্মত ভাবে পরিচালিত হচ্ছে। যাতে করে শরীয়াহ্ বিরোধী কোনো লেনদেন পরিচালিত না হয়। এতে আমাদের সকলের সজাগ দৃষ্টি রয়েছে। ইন-শা-আল্লাহ।


                                                              

 

মুফতি মুহাম্মদ নূরুন্নবী।

পরিচালক : এ্যরাবিক ল্যাংগুয়েজ ইনিস্টিটিউট চট্টগ্রাম


 

Bismillahir Rahmanir Rahim

I chose Halal Investment Bangladesh (A Concern of MAAZBI TRADE INTERNATIONAL LIMITED) to invest my hard-earned savings and I am satisfied to their commitment, trust and management system till day. I think halal investment is an option “ so far, so good “ for those who want to receive halal return on their funds. Because it’s not just getting returns only but it’s also a flow on benefits beyond the halal returns which include hopefully gaining Allah(swt)’s pleasure hopefully leading to a blissful life in this world and hereafter.I surely recommend Halal Investment Bangladesh without any hesitation to anybody who are looking for an organization to invest their valuable funds.

 

 

Syad Md Mustafizur Rahman
Income Tax, Vat & company Law Advisor
MR No- 3409