• img

Mudaraba Fixed Deposit

Mudaraba

Key Features:

 

  • One time deposit start from 5,00,000/- (per share) or it’s multiple.
  • Tenure : 1 year minimum.
  • Advance deposit 4,000/- take per month for per share.
  • Attractive profit rate (In-Sha-Allah).
  • Profit declaration 20th December of year.
  • Schemed will not be auto renewal. Applicant have to apply for new after the maturity.

Invest your money with us

সাধারণ নিয়মাবলী / চুক্তির শর্তাবলী:


এই মুদারাবা মেয়াদী জমা হিসাবটি হিসাব অর্থ জমাকারী গ্রাহক এবং এম এম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড এর মধ্যে সম্পাদিত ইসলামী  শরীয়াহ মোতাবেক একটি মুদারাবা চুক্তি।

 

এখানে অর্থ জমাকারী গ্রাহক হচ্ছে ছাহিবুল—মাল (অর্থের মালিক) এবং এম এম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড হচ্ছে মুদারিব (ব্যবসা পরিচালনাকারী)।


এম এম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড (পরিচালনাকারী প্রতিষ্ঠান) মুদারাবা তহবিল বিনিয়োগ করে উক্ত বিনিয়োগের আয়ের শতকরা ৬০% মুদারিব এবং ৪০% ছাহিবুল—মাল গণের মধ্যে বণ্টন হবে।


সর্বোনিম্ন ৫,০০,০০০/— (পাঁচলক্ষ টাকা) অথার্ৎ ১টি শেয়ার বা তদুর্ধ্ব তার গুণিতক যে কোন পরিমান টাকা ইসলামী শরীয়াহ মুদারাবা নীতিমালার ভিত্তিতে জমা প্রদান করবে এবং প্রাপ্তি জমা হস্তান্তরযোগ্য রশিদ প্রদান করবে।


চুক্তির মেয়াদ সর্বোনিম্ন ১ বছর হওয়ায় অর্থ বিনিয়োগকারী মেয়াদ উত্তীর্নের পূর্বে  জমা অর্থ তুলে নিতে পারবেনা।


বিনিয়োগকারীগণ তাদের অবর্তমানে বা মৃত্যুর পর জমাকৃত টাকা প্রদানের জন্য নমিণী মনোনীত করতে পারবে। জমাকৃত অর্থ উত্তোলনের জন্য নমিণীর প্রমান স্বরুপ কাগজপত্র/ দলিলাদি দাখিল করতে হবে। যেমন— জাতীয় পরিচয় পত্র/ পার্সপোর্টের সত্যায়িত ফটোকপি।


বিনিয়োগকারীগণ মাসিক অগ্রীম জমা গ্রহণের জন্য যে কোন ব্যাংকের একাউন্ট প্রদান করবে। প্রত্যেক মাসের ১—১০ তারিখের মধ্যে শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের দেয়া একাউন্টে অগ্রীম জমা বাবদ অর্থ জমা হবে। যা বছর শেষে হিসাবের সাথে স্বমন্বয় করা হবে।


এখানে মুদারিব (ব্যবসায় পরিচালনাকারী) এম এম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড এর পরিচালক ব্যবসা পরিচালনার স্বার্থে যতো ধরনের ব্যয়/খরচ এবং প্রয়োজনীয় সিন্ধান্ত গ্রহণ করবে।
মুদারিব (ব্যবসায় পরিচালনাকারী) ব্যবসায়ের বার্ষিক রির্পোট/অবস্থা বিনিয়োগকারীদের নিকট উপস্থাপন করবে।

 

Key Features:

 

  • One time deposit start from 5,00,000/- (per share) or it’s multiple.
  • Tenure : 1 year minimum.
  • Advance deposit 4,000/- take per month for per share.
  • Attractive profit rate (In-Sha-Allah).
  • Profit declaration 20th December of year.
  • Schemed will not be auto renewal. Applicant have to apply for new after the maturity.